পরবর্তী মুঘল শাসক ও আঞ্চলিক শক্তি

Show Important Question


1) শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
A) প্রথম বাহাদুর শাহ
B) দ্বিতীয় আকবর
C) দ্বিতীয় শাহ আলম
D) দ্বিতীয় বাহাদুর শাহ

2) শেষ মুঘল সম্রাট দিল্লীর সিংহাসনে কত খ্রীষ্টাব্দ পর্যন্ত ছিলেন
A) ১৭৬৫
B) ১৮৩১
C) ১৮৫৮
D) কোনটি নয়

3) When did Siraj-ud-daullah ascend the throne ? / সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
A) 1707/ 1707
B) 1739/ 1739
C) 1756/ 1756
D) 1757/ 1757

4) নিম্নের কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ছিলেন না
A) সৌকত জং
B) ঘসেটি বেগম
C) মিরজাফর
D) মোহনলাল

5) The capital of Tipu Sultan was at / টিপু সুলতানের রাজধানী ছিল
A) Mysore/ মহীশুর
B) Seringapattam/ সেরেঙ্গাপট্টম
C) Sringeri/ শৃঙ্গেরী
D) Belur/ বেলুড়

6) মিরজাফর কতবার বাংলার নবাব হয়েছিলেন
A) একবার
B) দুবার
C) তিনবার
D) কোনটিই নয়

7) কে ঝাঁসীর রাণী লক্ষ্মীবাইকে ‘শ্রেষ্ঠ এবং সবচেয়ে সাহসী’ বলে বর্ণনা করেছিলেন
A) স্যার হেনরী লরেন্স
B) স্যার হাগ রোস
C) আর.সি.মজুমদার
D) এগুলির কোনটি নয়

8) সুজা-উদ-দৌলা কোথাকার নবাব ছিলেন
A) আহমেদনগর
B) হায়দ্রাবাদ
C) অযোধ্যা
D) এগুলির কোনটি নয়

9) শেষ মুঘল সম্রাটকে যখন নির্বাসন দেওয়া হয়েছিল তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন
A) লর্ড ডালহৌসী
B) লর্ড এলগীন
C) লর্ড ক্যানিং
D) এগুলির কোনটি নয়

10) সিরাজ-উদ-দৌলার বাংলায় নবাব আলীবর্দী খানের সম্পকে কি ছিল ?
A) ছেলের ছেলে
B) মেয়ের ছেলে
C) ভাইয়ের ছেলের ছেলে
D) কোনোটিই নয়

11) মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম যিনি ১৭৬৫ সনে ইংরেজ শক্তিকে ‘দেওয়ানী অধিকার’ দিয়েছিলেন তার প্রকৃত নাম কি ছিল ?
A) আলী গহর
B) মিরজা বেগ
C) সালাউদ্দিন
D) এদের কেউ নয়

12) ১৭৮২ সনে সলবাইয়ের সন্ধিটিতে পেশোয়াদের পক্ষ থেকে প্রতিনিধি কে ছিলেন
A) রঘুনাথ রাও
B) মহাদজী সিন্ধিয়া
C) নানা ফড়নবীশ
D) শখারাম বাপু

13) কোন বছর কলকাতার ‘ব্ল্যাক হোল’ ট্রাজেডী বা অন্ধকূপ হত্যার ঘটনা ঘটেছিল ?
A) ১৭৫৫
B) ১৭৫৬
C) ১৭৫৭
D) এদের কোনটি নয়

14) রাণী লক্ষ্মীবাঈ যে রাজ্যের শাসক ছিলেন:
A) গোয়ালিয়র
B) ইন্দোর
C) ঝাঁসি
D) মথুরা

15) হলওয়েল বর্ণিত black hole tragedy-র সাথে কার নাম জড়িত?
A) সিরাজদৌল্লা
B) বাহাদুর শাহ জাফর
C) মীরজাফর
D) সুজাউদ্দৌলা

16) মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময়কালে কে স্বাধীন বাংলা রাষ্ট্র গড়ে তুলেছিলেন?
A) শায়েস্তা খান
B) মুর্শিদকুলি খান
C) আলিবর্দী খান
D) কেউই নয়

17) সিরাজ-উদ-দৌল্লার মাতার নাম কি ছিল?
A) ঘসেটি বেগম
B) লাডলি বেগম
C) আমিনা বেগম
D) হামিদা বেগম

18) বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
A) সিরাজ-উদদৌলা
B) মীরকাসিম
C) আলিবর্দি খাঁ
D) মুরশিদকুলী খাঁ

19) মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন?
A) আলিবর্দি খাঁ
B) মীরকাসিম
C) মুর্শিদকুলি খাঁ
D) মীরমদন

20) তাঁতিয়া তোপি কার বিস্বস্ত অনুচর ছিলেন ?
A) রানী লক্ষ্মীবাঈ
B) বাহাদুর শাহ জাফর
C) মঙ্গল পান্ডে
D) নানাসাহেব